শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

0
48

বাংলা খবর ডেস্ক:
করোনায় দীর্ঘদিন পর খেলতে নেমে তারুণ্যনির্ভর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই জয়ে আগেই সিরিজ (২-০) নিশ্চিত করেছে বাংলাদেশ।

সোমবার বেলা সাড়ে ১১টায় সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

করোনা ইস্যুতে বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ১০জন তারকা ক্রিকেটার। সেই দিক থেকে দুই দলের বিবেচনায় অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে টাইগাররা।

কাগজে কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও পরিসংখ্যানে ক্যারিবীয়দের তুলনায় একধাপ পিছিয়ে স্বাগতিকরা। অতীতে ৩৯ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-উইন্ডিজ। তার মধ্যে ক্যারিবীয়রা জয় পায় ২১ ম্যাচে, বাংলাদেশ জিতে ১৬ ম্যাচে। দুই ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।

প্রথম দুই ওয়ানডে জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে কিছু পরিবর্তন আনতে চায়। এমন আভাসই দিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

পরিবর্তন আসতে পারে উইন্ডিজ দলেও। প্রথম দুই ম্যাচে পরাজিত দলটি নিশ্চয়ই চাইবে ধবলধোলাই এড়াতে সেরা দল নিয়ে মাঠে নামতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: সুনীল অ্যামব্রিস, কেজর্ন ওটলি, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকগার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনকেরুমা বোর্ন, রোভম্যান পাওয়েল, রায়মন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here