বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

0
105

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ সতর্কতা বিষয়ক এক আপডেটে মার্কিন নাগরিকদের পাকিস্তান ও বাংলাদেশ ভ্রমণ পুনর্বিবেচনা করতে এবং আফগানিস্তানে ভ্রমণ না করতে বলা হয়েছে। সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই তিন দেশের জন্য আলাদা ভ্রমণ সতর্কতা জারি করে। এ খবর দিয়েছে দ্য ইকোনোমিক টাইমস।

খবরে জানানো হয়, কোভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সাবধান করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বলা হয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি থাকায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সাবধানতা গ্রহণ করতে হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ বিপজ্জনক। কারণ হিসেবে সেখানকার গোষ্ঠিগত সহিংসতা এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে।

এদিকে, কোভিড-১৯, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে জানিয়ে নতুন আপডেটে বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সফর না করার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘাতের কারণে লাইন অব কন্ট্রোলের কাছাকাছি না যাওয়ার কথাও উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তে জঙ্গি সংগঠনগুলো সক্রিয় রয়েছে। এছাড়া, সেখানে ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রেরই ব্যাপক সেনা মোতায়েন রয়েছে। প্রায়ই দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তাই এই এলাকায় ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক।

আরেক নির্দেশনায় মার্কিন নাগরিকদের আফগানিস্তান ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। কারণ হিসেবে কোভিড-১৯, সন্ত্রাসবাদ, অপরাধ, বিশৃঙ্খলা, অপহরণ ও সশস্ত্র সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন নাগরিকদের সাবধান করে বলা হয়- অপহরণ, জিম্মি করা, আত্মঘাতি বোমা হামলা, সামরিক অভিযান, ল্যান্ডমাইন, জঙ্গি হামলা, গ্রেনেড ও গাড়ি হামলার কারণে আফগানিস্তানের যে কোনো স্থানেই ভ্রমণ করা অনিরাপদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here