মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা

0
73

বাংলা খবর ডেস্ক:
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই দলের ত্রাতা হলেন লিওনেল মেসি। কোপা দেলরের শেষ ষোলোর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। জয়সূচক গোলটি করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। ১-২ গোলের ব্যবধানে রায়ো ভায়োকানোকে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টারে পৌঁছে গেলো রোনাল্ড কোম্যানের দল।
ঘরের মাঠে অঘটনের আভাস দিচ্ছিল ভায়াকানো। শুরু থেকে ভালোই টেক্কা দিচ্ছিল কাতালানদের। রক্ষণাত্মক ভঙ্গিতে আটকে রাখেন বার্সার আক্রমণ ভাগকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও, গোল আদায় করতে পারেনি কাতালানরা।

স্তাদিও ভেলাকাসে ম্যাচের দুই তৃতীয়াংশ বল দখলে রাখা বার্সেলোনা ২০ মিনিটেই এগিয়ে যেতে পারতো। এসময় ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের বল ক্রসবারে লেগে ফেরত আসে। পরক্ষণেই মেসির জোরালো শট ঠেকিয়ে দেন দিমিত্রেইভস্কি। ৩৫ তম মিনিটে ফের দলকে বাঁচান ভায়োকানোর মেসিডোনিয়ান গোলরক্ষক। এসময় ত্রিনকাওয়ের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি।

বিরতির পর ফ্রি কিক থেকে মেসির বাঁকানো শট ক্রসবারে লেগে ফেরত আসে। উল্টো ৬৩তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। এসময় ভায়োকানোর ফ্রান গার্সিয়া গোল করে দলকে এগিয়ে নেন। ক্লেমো লংলেকে ফাঁকি দিয়ে ডি-বক্সে কোণাকুণি শট নেন আলভারো গার্সিয়া। বার্সেলোনার দ্বিতীয় গোলরক্ষক নেতো বলে হাত ছোঁয়ালেও বিপদমুক্ত করেন পারেননি, গোলমুখে বল পেয়ে জালে ঠেলে দেন ফ্রান গার্সিয়া।
৬ মিনিট পরেই সমতায় ফেরে বার্সেলোনা। ৬৯তম মিনিটে পাল্টা আক্রমণে আঁতোয়ান গ্রিজম্যানের গোলে সমতায় ফেরান মেসি। এরপর ৮০ মিনিটে স্কোরলাইন ১-২ করেন ডি ইয়ং। এ সময় জর্ডি আলবার পাসে দক্ষতার সঙ্গে বল জালে পাঠান এই স্ট্রাইকার।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। শেষ ষোলোর ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় সেভিয়া।
আপনার মতামত দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here