আমরা এবার ভারতের শত্রু : স্টুয়ার্ট ব্রড

0
77

বাংলা খবর ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয় শুধু যে ভারতীয়দের আনন্দ দিয়েছে এমন নয়। বিশ্ব ক্রিকেটের অনেকেই খুশি হয়েছেন শক্তিধর অস্ট্রেলিয়ার এই পরাজয়ে। ইংলিশ দলেও ভারতীয় ক্রিকেটারদের ভক্ত আছে। যেমন পেস তারকা স্টুয়ার্ট ব্রড। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাকে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ভারতে টেস্ট সিরিজ খেলার আগে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন ব্রড।

এক কলামে অস্ট্রেলিয়ায় রাহানেদের পারফর্মেন্সের প্রশংসায় ব্রড লিখেছেন, ‘ভারত সফর মোটেও সহজ কিছু নয়। ব্রিসবেনে টেস্ট জিতে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি বলতে পারি, ব্রিসবেন ম্যাচের পর ইংল্যান্ড দলেও ভারতের সমর্থক তৈরি হয়েছে। ওই সিরিজ জিততে পারলে বিশ্বের যে কোনো দল গর্বিত হবে; তাও আবার একাধিক চোট নিয়ে!’

ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত। ব্রড আরও লিখেছেন, ‘ভারত শীর্ষে থাকার যোগ্য। তবে এবার আমরা তাদের শত্রু; ভক্ত নই। তারা অপ্রতিরোধ্য নয়। আমার দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। আমাদের শক্তি অনুযায়ী লড়তে হবে। আমাদের দলে বিশ্ব র‍্যাংকিংয়ের সেরা দশে থাকা ব্যাটসম্যান-বোলার এবং অল-রাউন্ডার আছে। ভারত দারুণ দল, তবে তাদের হারানো সম্ভব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here