বড় স্কোর না হওয়ার দায় ব্যাটসম্যানদের : সাদমান

0
539

বাংলা খবর ডেস্ক:
সাগরিকার ব্যাটিং উইকেটে প্রথম দিনে বড় স্কোর পায়নি বাংলাদেশ। স্কোরটা আরেকটু এগিয়ে নেয়া যেতো। কিন্তু সেটা হয়নি। এই না পারার দায় কার? দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক মনে করেন, ‘এর দায় ব্যাটসম্যানদের ওপরেই বর্তায়। উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। কিন্তু আমাদের যেরকম ব্যাট করা দরকার ছিল তা করা হয়নি। একটু বেশি উইকেট পড়ে গেছে। তবে সাকিব আর লিটন ভাই যেভাবে ব্যাট করছে কালকের দিনটা (বৃহস্পতিবার) খুব ভালো একটা দিন হবে।’

২০১৮ সালের নভেম্বরে ঢাকায় অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিফটি করেছিলেন সাদমান ইসলাম। এরপর ১০ টেস্ট ইনিংসে আর ফিফটির দেখা পাননি তিনি। ২০১৯ সালে ভারত সফরের পর ইনজুরির কারণে গত বছর কোনো টেস্ট খেলতে পারেননি। প্রায় ২৮ মাস পর এটিই সাদমানের প্রথম টেস্ট। প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে গতকাল ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটির দেখা পেয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান।

ফিফটি পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাদমান বলেন, ‘দল আমার কাছে যেমন প্রত্যাশা করেছিল আমি তা দেয়ার চেষ্টা করেছি। তবে ইনিংসটা আরেকটু বড় করা গেলে ভালো হতো।’

হাফ সেঞ্চুরির পর আর বেশি দূর যেতে পারেননি সাদমান। ৫৬.২ ওভারে ওয়ারিকানের বলে সাদমান এলবিডব্লিউর ফাঁদে পড়েন। আম্পায়ার শরফুদ্দৌলার সিদ্ধান্ত সঠিক ছিল না। রিভিউ নেয়ার সুযোগ ছিল সাদমানের। কিন্তু অগ্রজ মুশফিকের সঙ্গে আলাপ শেষে রিভিউ না নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কারণ তার মনে হয়েছিল বলটা স্ট্যাম্পের মাঝেই ছিল। পরে ড্রেসিং রুমে ফেরার পর কিছুটা হতাশ হলেও বিষয়টা মেনে নিয়েছেন তিনি। কারণ বলটা লেগ স্ট্যাম্প মিস করছিল।

নিজের আউট, রিভিউ না নেয়া সম্পর্কে সাদমান বলেন, মুশফিক ভাই আমাকে আউটের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম আমার কাছে ইনলাইন মনে হয়েছে।

স্পিনার জোমেল ওয়ারিকান তিন উইকেট পেলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের নিয়ে তত উদ্বিগ্ন নয় বলেই উল্লেখ করেন আত্মবিশ্বাসী সাদমান।

এখন শুধু টেস্ট খেললেও অদূর ভবিষ্যতে সব ফরম্যাটেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান এ বাঁহাতি ওপেনার। গতকাল তিনি বলেছেন, ‘তাতো অবশ্যই, সবারই ইচ্ছা থাকে সব ফরম্যাট খেলার। আমি আমার মতো যখন একটা শুরু হইছে তো আমি ভালো খেলতে থাকি বাকিটা ইনশাআল্লাহ চলে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here