ইংল্যান্ডের দেয়া ৪২০ রানের লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি ভারত

0
76
এন্ডারসন ও স্টোকস। ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনের পর আরও একটি রূপকথা লিখতে পারেনি ভারত। ইংল্যান্ডের দেয়া ৪২০ রানের লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি তারা। ঘরের মাঠেই সফরকারীদের কাছে হারের লজ্জার সাক্ষী হলো কোহলিরা।

চেন্নাই টেস্টে চতুর্থ দিনে ভারত শেষ করেছিল ১ উইকেটে ৩৯ রানে। শেষদিনে জয়ের জন্য দরকার ছিল ৩৮১ রান। হাতে উইকেট ছিল ৯টি। রোহিত ছাড়া পুরো দল তখনও ছিল লড়াই করার জন্য। কিন্তু শেষদিনের শুরুটা মোটেও ভারতের জন্য মঙ্গলদায়ক হল না।

প্রথম সেশন থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার প্রতিযোগিতা শুরু হয়। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে যায় তারা। ক্রিজে ছিলেন অধিনায়ক কোহলি ও অশ্বিন। লাঞ্চ বিরতি থেকে ফিরেও বেশিক্ষণ তারা স্থায়ী হতে পারেননি। উইকেটের একপাশ আগলে রাখলেও ৭২ রান করে স্টোকসের বলে বোল্ড হন কোহলি। তার আগেই আউট হয়ে যান অশ্বিন। সে করেছে মাত্র ৯ রান।

তাদের বিদায়ের পরেই একে একে আল-আউট হয়ে যায় ভারত। ১৯২ রানে থামে তাদের ইনিংস। সফরকারী ইংলিশরা জিতে যায় ২২৭ রানে।

ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ নিয়েছেন ৪টি উইকেট। জেমস এন্ডারসন মাত্র ১১ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া স্টোকস, বিস ও আর্চার একটি কিরে উইকেট নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here