পিতৃত্বকালীন ছুটি চেয়ে সাকিবের চিঠি

0
70

বাংলা খবর ডেস্ক:
আগেই শোনা গিয়েছিল আসন্ন নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানকে দলে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। এবার পিতৃত্বকালীন ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি দিলেন বিশ^সেরা এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আকরাম খান বলেন, ‘আমরা সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছে সে। আমরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করিনি।’
বছরের শুরুর দিনই তৃতীয় সন্তানের পৃথিবীতে আগমনের সুখবর দেন সাকিব। এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে ছুটি চান তিনি।
আপাতত মাঠের বাইরেই রয়েছেন সাকিব। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বোলিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান তিনি। যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঢাকা টেস্টে সাকিবকে পাবে না বাংলাদেশ।
সাকিবহীন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়ে হেরে যায় নাটকীয়ভাবে। চোটে পড়ার পর থেকেই বিসিবির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছেন সাকিব। সোমবরা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিসিবি। আপাতত জৈব সুরক্ষা বলয় ছেড়ে যাবেন সাকিব। তবে বিসিবির মেডিক্যাল দলের পর্যবেক্ষণেই থাকবেন বাংলাদেশের বিশ^সেরা এ অলরাউন্ডার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here