চড়া ভিত্তিমূল্য নিয়ে আইপিএলের নিলামে মুশফিক

0
68

বাংলা খবর ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে উঠেছে মুশফিকুর রহীমের নাম। শেষ মুহূর্তে নিলামে জায়গা পাওয়া মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। যা উইকেটরক্ষক ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ।
উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের। ইংল্যান্ডের এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয় ২ কোটি রুপি।
এর আগে নিলামের জন্য যে কয়জন বাংলাদেশি নাম নিবন্ধন করেন সেখানে ছিল না মুশফিকের নাম। নিলামের জন্য চূড়ান্ত তালিকায় যে ৪ জন বাংলাদেশি জায়গা পায়, সেখানেও ছিলেন না বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে শেষ মুহূর্তে এসে অন্তর্ভুক্ত করা হয় মুশফিককে।
মুশফিক ছাড়া নিলামে বাংলাদেশের বাকি চার ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাকিব ২ কোটি, মোস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুর তিনটায় শুরু হয় আইপিএলের ১৪তম আসরের নিলাম।
করোনা ভাইরাসের প্রকোপে গত আসর শুরু হতে দেরি হয়। এমনকি মহামারীর কারণে নিজ দেশের বদলে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর আয়োজন করে বিসিসিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here