অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব ধরে রাখলেন জকোভিচ

0
74
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
রাশিয়ার দানিল মেদভেদকে সরাসরি সেটে উড়িয়ে নবমবারের অস্ট্রেলিয়ান ওপেনে ঝুলিতে ভরলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। নবম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন বিশ্বের এই শীর্ষ বাছাই।

রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেলবোর্ন পার্কে খেলতে নেমে জকোভিচের কাচ্ছে পাত্তাই পায়নি মেদভেদ। হেরেছেন ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে।

এদিকে বিশ্বের চতুর্থ বাছাই রাশিয়ার মেদভেদ এ নিয়ে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে গিয়ে হেরে গেলেন। ২০১৯ সালে ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন মেদভেদ। অপরদিকে ৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ কখনোই মেলবোর্ন পার্কে কোনো ফাইনাল হারেননি।

ট্রফি গ্রহণের পর দর্শকদেরকে উদ্দেশ্য জকোভিচ বলেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার সম্পর্ক চলতে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here