‘লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস’

0
68

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে লকডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে লকডাউন হলেও চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিওএ মহাসচিব বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করবো। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাবো।’

তিনি আরও বলে, ‘এরইমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিক মতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।’

গত ১ এপ্রিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠান দিয়ে পর্দা নামার কথা রয়েছে বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই আয়োজনের।

উল্লেখ্য, এবারের গেমসে ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ এ্যাথলেট এ গেমসে অংশগ্রহণ করছেন। ৩৭৮ ইভেন্টে মোট পদকসংখ্যা ১২৭১। দেশের ৭ বিভাগীয় শহরসহ ২৯ ভেন্যুতে এ গেমসের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here