২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু: যা এখন পর্যন্ত সবোর্চ্চ রেকর্ড

0
64

বাংলা খবর ডেস্ক, ঢাকা:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সবোর্চ্চ রেকর্ড। এই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮১৯ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৯ হাজার ৭৩৯ জন। করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬ জনের।

এর আগে গতকাল শনিবার করোনায় ৭৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনায় আক্রান্ত ৫ হাজার ৩৪৩ জনের তথ্য জানায় অধিদপ্তর।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here