আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু নয়, শুরু হচ্ছে বৃহস্পতিবার

0
600

বাংলা খবর ডেস্ক:
আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে না। এর আগে নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে ছুটি শুরু হচ্ছে বুধবার। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কয়েকটি সূত্র জানিয়েছিল ছুটি শুরু হচ্ছে বুধবার। আদতে এটি সত্য নয়।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। প্রতি বছর সরকারের সাধারণ ছুটিসহ ধর্মীয় ও ঐচ্ছিক ছুটিগুলো নভেম্বর-ডিসেম্বর মাসে মন্ত্রিসভায় চুড়ান্ত করা হয়। এবারো গত ২ নভেম্বর ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩, ১৪ ও ১৫ মে। আর ১৬ মে সরকারি কর্মচারীরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ রোজা ২৯ দিনে হলে ঈদের পরের দুইদিন ছুটি, যদিও ওই দুইদিনই শুক্র ও শনিবার। আর রোজা ৩০ দিনে হলে ঈদের আগে এবং পরে দুই দিনের ছুটি। অর্থাৎ ঈদ যেদিনই হোক ছুটি তিন দিন। যদিও চলমান লকডাউনের সীমা ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের জানান, ঈদের ছুটি ১৩ থেকে ১৫ মে পর্যন্ত। এটা অনেক আগে থেকেই ঘোষিত। এখানে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোজা ২৯ দিনে শেষ হলেও ছুটির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বুধবার অফিস শেষে বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানও যাতে তিন দিনের বেশি ছুটি না দেয় সে বিষয়েও ইতোমধ্যে নির্দেশ দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here