উৎসব-আমেজে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত

0
67
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদোগে আয়োজিত ঈদ জামাত

বাংলা খবর ডেস্ক,নিউইয়র্ক:

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে উৎসব-আমেজে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে ঈদের দিনটি শুরু করেছেন প্রবাসী মুসলিম বাংলাদেশিরা।

বৃহস্পতিবার আবহাওয়া ভালো থাকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিভিন্ন জামাতে প্রচুর লোকসমাগম হয়। বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলামাঠে ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হয়।

নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালনাধীন জ্যামাইকা মুসলিম সেন্টারের উদোগে একটি হাই স্কুল মাঠে আয়োজিত নামাজে ২০ হাজারের বেশি লোক একসাথে নামাজ পড়েন।

২০২০ সালে লকডাউন থাকার কারণে নিউ ইয়র্কে দুই ঈদের একটিতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারেও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত পরপর তিনটি জামাতে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।

এছাড়া নিউ ইয়র্কের এস্টোরিয়া, ওজনপার্ক, নিউকার্ক, কোনি আইল্যান্ড, ব্রঙ্কস, ম্যানহাটানেও বেশ কয়েকটি মসজিদের উদ্যোগে বড় বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক অঞ্চলে মসজিদের ভেতর সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ মুসলিম সেন্টারের ব্যবস্থাপনায়।ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেট্্স, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড, টেক্সাস, আরিজোনা, ওয়াশিংটন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ইলিনয়, মিনেসোটা, ক’ানসাস, লুইজিয়ানা, আলাবামা থেকে সংবাদদাতারা জানান, করোনার বিধি মেনেই বিপুল উৎসাহে ঈদ-জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও কোলাকুলির সুযোগ ছিল না। মসজিদ কর্মকর্তারাও শুভেচ্ছা বক্তব্যে স্বাস্থ্যবিধির কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দেন। তবে অনেককেই কোরাকুলি করতে দেখা গেছে।

নিকটাত্ত্বিয়দের বাসায় অনেকে গেছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। কেউ কেউ পার্কয়ে ঘুরেছেন পরিবারের সদস্যদের নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here