৮ মাস বয়সে ভ্যাকসিন নিয়ে বিশ্ব রেকর্ড গড়ল মার্কিন শিশু

0
68

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাস ভাইরাসের কারণে রীতিমতো বিপর্যস্ত সারা পৃথিবীর জনজীবন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বের বিভিন্ন দেশে দফায় দফায় দেওয়া হচ্ছে লকডাউন। তবে সংক্রমণের হাত থেকে পুরোপুরি মুক্তি পেতে ভ্যাকসিনের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ভ্যাকসিন গ্রহনের ক্ষেত্রে বয়সের বিধিনিষেধ থাকলেও মাত্র ৮ মাস বয়সে ভ্যাকসিন নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে এক শিশু।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউপিস্টেট বাল্ডউইনসভিলের বাসিন্দা এই শিশুটির নাম এনজো মিনকোলা। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মাস বয়সী ওই শিশুটিকে ফাইজারের ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা। তার বাবা-মায়ের সম্মতিতেই তাকে ভ্যাকসিন দেওয়া হয়।

দুই ডোজ নেওয়ার পরও ওই শিশুর শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিন নেওয়ার পর শিশুটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে বলে জানিয়েছেন তার বাবা-মা।

এনজো কোলামিন ছাড়াও এই তালিকায় আরও ৫ জন শিশু রয়েছে যারা ফাইজারের ভ্যাকসিন নিয়েছে। তবে তাদের সবার বয়স এনজোর থেকে অনেকটাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here