ইংলিশ ফুটবলে ৩২ বছর পর কোনো ডিফেন্ডার হলেন বর্ষসেরা

0
69

বাংলা খবর ডেস্ক:
ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। ৩২ বছর পর কোনো ডিফেন্ডার জিতলেন এই পুরস্কার। এর আগে ১৯৮৯ সালে লিভারপুলের সাবেক খেলোয়াড় স্টিভ নিকল অর্জন করেছিলেন এই কীর্তি। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও টটেনহ্যামের হ্যারি কেইনকে পেছনে ফেলেছেন পর্তুগালের দিয়াস।

গত বছর নিজ দেশের ক্লাব বেনফিকা ছেড়ে সিটিতে পাড়ি জমান দিয়াস। নিজের প্রথম মৌসুমেই জিতে নিলেন বর্ষসেরা ফুটবলারের তকমা। তৃতীয় খেলোয়াড় হিসেবে ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমেই পুরস্কারটি জিতলেন তিনি। ১৯৯৫ সালে টটেনহ্যামের হয়ে জুর্গেন ক্লিন্সম্যান ও ১৯৯৭ সালে জানফ্রাঙ্কো জোলা চেলসির হয়ে জিতেছিলেন।
চলতি মৌসুেেম এরইমধ্যে প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। আগামী ২৯শে মে নামবে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে।
এ পথচলায় দলটির জমাট রক্ষণ গড়ায় বড় ভূমিকা রেখেছেন ২৪ বছর বয়সী দিয়াস।
বড় কীর্তি অর্জনের কৃতিত্ব সতীর্থদের দিলেন দিয়াস। তিনি বলেন, ‘এটা খুব বড় অর্জন। নিশ্চিত করেই দলের সাফল্য ছাড়া আমি এটা পেতাম না। আমার এই পুরস্কার জয় এটাই প্রমাণ করে যে মাঠে আমরা কতটা সুসংগঠিত।’
গত বছরের সেপ্টেম্বরে ৬৫ মিলিয়ন ইউরোর ম্যানচেস্টার সিটিতে যোগ দেন দিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here