বুধবার পূর্ণ চন্দ্রগ্রহণ

0
77

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আগামী বুধবার (২৬ মে) পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে সারা দেশ থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণটি। গ্রহণটি ওই দিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৯ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে শেষ হবে।

সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চন্দ্রগ্রহণটি বাংলাদেশে বুধবার বিকেল ৫টা ৯ মিনিটে শুরু হয়ে ৭টা ৫১ মিনিটে শেষ হবে।

ওদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এদিন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসবে এবং তুলনামূলক বড় দেখাবে বলে এটাকে ‘সুপারমুন’ বলে অভিহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here