১০০ কিলোমিটার পাড়ি দেয়া বাঘটি বাংলাদেশের ‘রয়েল বেঙ্গল’

0
69

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
ভারত থেকে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের সুন্দরবনে আসা বাঘটি বাংলাদেশের বলে নিশ্চিত করেছে বাংলাদেশ এবং ভারতীয় বন বিভাগ। বাঘটির গায়ের ডোরাকাটা দাগ দেখে দুই দেশের বন কর্মকর্তারা বাঘটি বাংলাদেশেররেয়েল বেঙ্গল বলে নিশ্চিত করেন।

ভারতীয় বন বিভাগ জানায়, গত বছরের (২০২০) ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাঘটিকে ভারতের সুন্দরবন এলাকার বশিরহাটে ধরা হয়। তারা বাঘটির গতিবিধি নিশ্চিত হবার জন্য তার গলায় রেড়িও কলার পরিয়ে দেন। বাঘটির সবশেষ অবস্থান বাংলাদেশে ছিল বলে তারা নিশ্চিত হয়েছেন। সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে ২০১৭ সালের বাঘ শুমারির সময় তোলা ছবির সঙ্গে বাংলাদেশে ফিরে আসা বাঘের ছবি মিলিয়েছেন। সে সময়কার ছবির সঙ্গে ফিরে আসা বাঘটির ছবি হুবহু মিলে গেছে।

ভারতের বন বিভাগের তথ্যমতে, আট থেকে ৯ বছর বয়সী বাঘটি গত বছরের ডিসেম্বর থেকে গত ১০ মে পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এ সময় বাঘটি তিনটি নদী অতিক্রম করে। এ যাত্রাপথে বাঘটি মারা যায়নি। মারা গেলে রেডিও কলার থেকে বিশেষ সংকেত পাওয়া যেত বলে তারা মনে করছেন।

বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন এলাকায় বাঘের নিয়মিত যাতায়াত রয়েছে। বাংলাদেশের বাঘ ভারতীয় অংশে এবং ভারতের বাঘ বাংলাদেশে আসার ঘটনা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here