শুধু খুলনা বিভাগে করোনায় একদিনে ২৮ জনের মৃত্যু

0
65

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৫, খুলনায় ২, যশোরে ৪, ঝিনাইদহে ৪, বাগেরহাটে ২, সাতক্ষীরায় ২, মাগুরায় ১ ও নড়াইলে ১ জন মারা যান। ওই সব জেলার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
এদিকে কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় একদিনে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬৪ জন। ৫৪৯টি নমুনা পরীক্ষার পর এই ১৬৪ জন রোগী শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। এদিকে, রোগীর চাপ ঠেকাতে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করার জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here