মাত্র ২ রানে অল-আউট !

0
59

বাংলা খবর ডেস্ক:
ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে কম রানে অল-আউট হওয়ার রেকর্ড কম নয়। ত্রিশের ঘরে অল-আউট হওয়ার ইতিহাস আন্তর্জাতিক ক্রিকেটে আছে। তাই বলে মাত্র ২ রানে একটা দলের সবাই আউট হয়ে যাবে! এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক ঘরোয়া টুর্নামেন্টে। কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গেই খেলা ছিল ফ্যালকন একাদশের। হান্টিংডনশায়ারের চতুর্থ ডিভিশনের সেই ম্যাচেই বাকডেন ক্রিকেট ক্লাব ২ রানে অল-আউট হওয়ার লজ্জায় ডুবেছে।

কেমব্রিজের সট্রিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের ২৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাকডেন। টসে জিতে বাকডেন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠিয়েছিল ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি (৬৫) এবং মুরাদ আলির (৬৭) হাফসেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ স্কোরবোর্ডে তোলে ২৬০ রান। ৪০ ওভারের ম্যাচে এই টার্গেট তাড়া করতে গিয়েই কেলেঙ্কারি ঘটায় বাকডেন ক্রিকেট ক্লাব। মাত্র ২ রানের মধ্যেই সমস্ত ব্যাটসম্যান আউট হয়ে যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here