২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত ফের বেড়েছে

0
68

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৯৪ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮৮ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৪১টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ, যা ১০৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৯ মে এর চেয়ে কম শনাক্তের হারের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৯১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here