চ্যাম্পিয়নস লীগ ও ইউরোর পদক চুরি চেলসি ফুটবলার জেমসের

0
77

বাংলা খবর ডেস্ক:
গত মৌসুমে চ্যাম্পিয়নস লীগে চেলসির হয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার কীর্তি অর্জন করেন রিস জেমস। এরপর গত জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের হয়ে পান রানার্সআপ হওয়ার স্বাদ। জেমসের জোড়া সাফল্যের মহামূল্যবান স্মারক দু’টি চুরি হয়ে গেছে।
ঘটনা মঙ্গলবার রাতের। চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে ১-০ গোলের জয় পায় চেলসি। পুরো ম্যাচেই খেলেছেন চেলসির রিস জেমস। তার বাড়িতে ছিল না কেউ। ফাঁকা বাড়ি পেয়ে সুযোগ কাজে লাগিয়েছে চোরেরা।
ইনস্টাগ্রামে বৃহস্পতিবার এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জেমস।

সিসিটিভিতে ধারণকৃত কিছু ফুটেজ প্রকাশ করেছেন জেমস। সেখানে দেখা যায়, চারজন হুডি পরিহিত ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করছে। জেমস বলেন, ‘২০২১ সালের ১৪ই সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় যখন আমি আমাদের প্রথম চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলছিলাম, তখন একদল কাপুরুষ ডাকাত আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমার কিছু ব্যক্তিগত সামগ্রী রাখা একটি ভারী লকার নিয়ে যায়।’

জেমস জানিয়েছেন, এই দুটি পদক ছাড়াও দুর্বত্তরা তার উয়েফা সুপার কাপের মেডেলও চুরি করেছে। শিগগিরই দুস্কৃতিকারীরা ধরা পড়বে বলে আশা ২১ বছর বয়সী জেমসের। তিনি বলেন, ‘পুলিশ, আমার উপদেষ্টা ও চেলসি আমার পাশে আছে। অপরাধীদের সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে।’
জেমস বলেন, ‘চেলসি ও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে আমি যে সম্মান অর্জন করেছি, তা কখনোই আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তা সত্ত্বের আমি চেলসি ও ইংল্যান্ড সমর্থকদের আহ্বান জানাচ্ছি এই নিচু মানুষদের খুঁজে বের করুন। তারা যেন এসব চুরি করে স্বস্তিতে থাকতে না পারে।’
বাড়িতে কেউ না থাকায় নিজেকে সৌভাগ্যমান মনে করছেন জেমস। কারণ সেক্ষেত্রে তার পরিবারের ক্ষতি হতো পারতো বলে আশঙ্কা জেমসের। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত তখন কেউ বাড়িতে ছিল না। আমি সবাইকে জানাতে চাই আমি ভালো আছি। আশা করি সবাই একসঙ্গে চেষ্টা করলে চোরদের ধরতে পারবো আর বিচারের মুখোমুখি করতে পারবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here