সমর্থকদের পাশে থাকার ঘোষণা ট্রাম্পের

0
78

বাংলা খবর ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় জড়িত থাকা সমর্থকদের পাশে তিনি থাকবেন। ট্রাম্প অভিযোগ করেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় বিচারের নামে অবিচার চলছে। তিনি হামলায় শত শত মানুষকে অভিযুক্ত করার ঘটনার নিন্দা জানান। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প এই নিন্দা জানান। গত ৬ জানুয়ারি হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন।

শনিবার সমর্থকদের অভিযুক্ত করার প্রতিবাদে ‘জাস্টিস ফর ১৬’ শীর্ষক র্যালির আয়োজন করা হয়েছে। ক্যাপিটল হিলের বাইরে এই সমাবেশ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই দাঙ্গায় সমর্থন দেওয়ার অভিযোগে ট্রাম্পকে প্রতিনিধি পরিষদে অভিশংসনও করা হয়েছিল।

রিপাবলিকান কংগ্রেসম্যান বিল প্যাসকেরেল জুনিয়র ট্রাম্পের বিবৃতির নিন্দা জানান। তিনি বলেন, ট্রাম্প দাঙায় উসকানি দিয়ে মানুষকে হত্যা করতে চেয়েছিলেন। আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম এবং তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করার দাবি জানাই। আজ শনিবারের র্যালি নিয়ে ক্যাপিটল হিলের পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি ন্যাশনাল গার্ডকেও প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here