যুক্তরাষ্ট্রে পেঁয়াজ থেকে সালমোনেলা সংক্রমণ

0
66

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩৭ টি রাজ্যে বিক্রি হওয়া তাজা লাল, সাদা এবং হলুদ পেঁয়াজে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দিয়েছে।

সিডিসি বলছে, এ ঘটনায় ৬৫২ জন অসুস্থ হয়ে গেছে। তাদের মধ্যে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পেঁয়াজগুলো মেক্সিকোর চিহুয়াহুয়া থেকে আমদানি করা। আর সেসব পেঁয়াজ সরবরাহ করেছে প্রোসোর্স ইনকরপোরেশন।

সিডিসি এক টুইট বার্তায় জানিয়েছে, আস্ত পেঁয়াজে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা গেছে ৩৭ টি রাজ্যে। লেবেলবিহীন পেঁয়াজ বাড়ি থেকে ফেলে দিন। এসব পেঁয়াজ খাবেন না, বিক্রি করবেন না। মেক্সিকো থেকে আমদানি করা লাল, সাদা এবং হলুদ পেঁয়াজের ক্ষেত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য কোনো পেঁয়াজ কিংবা সরবরাহকারী এই প্রাদুর্ভাবের সাথে যুক্ত কি না, তা যাচাইয়ের জন্য তদন্তকারীরা কাজ করছেন।

প্রোসোর্স ইনকরপোরেশন বলেছে যে, তারা স্বেচ্ছায় এই পেঁয়াজগুলো প্রত্যাহার করে নিতে সম্মত আছেন।
সূত্র: এবিসি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here