২০২২ সালে ছুটি ২২ দিন, এরমধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটি

0
68

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আসছে নতুন বছরে (২০২২ সালে) সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২২ সালের সরকারি ছুটির মধ্যে বিভিন্ন জাতীয় দিবসের জন্য সাধারণ ছুটি ১৪ দিন। এর মধ্যে তিনদিন রয়েছে সাপ্তাহিক ছুটি। এর মধ্যে রয়েছে দুটি শুক্রবার ও একটা শনিবার। আমরা আনন্দ করতে পারবো কিন্তু ১৪ দিন। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় দিবসে জন্য নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আট দিন। এর মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। তাহলে আট দিন আর ১৪ দিন মিলিয়ে মোট ছুটি ২২ দিন। এর মধ্যে ছয় দিন হবে সাধারণ ছুটি। এ ছাড়া ঐচ্ছিক ছুটি ধর্মীয়ভাবে তিন দিন রয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসবের জন্য দুদিনের ঐচ্ছিক ছুটি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here