বৃহস্পতিবার সৌদি আরবে চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’

0
62

বাংলা খবর ডেস্ক:
বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর চালু করছে সৌদি আরব। আগামি বৃহস্পতিবার থেকে এই যাদুঘরটি চালু হচ্ছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, দেশটির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে এক বিমান ভ্রমণের মাধ্যমে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনি দেখবেন দর্শনার্থীরা। জাদুঘরটি তৈরিতে সম্মিলিতভাবে কাজ করেছে সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আলউলা এবং সৌদিয়া এয়ারলাইনস। প্রাচীন শহরটিতে খননের মাধ্যমে যেসব নিদর্শন পাওয়া গেছে তার রেপ্লিকা তৈরি করে যাদুঘরটি সাজানো হয়েছে।

এদিকে চলতি বছর প্রাচীন আরবের স্থাপত্য নিয়ে ‘আর্কিটেক্টস অব এনশিয়েন্ট অ্যারাবিয়া’ নামে ডিসকভারি চ্যানেলের একটি ডকুমেন্টরি প্রকাশিত হয়েছে। দর্শনার্থিদের এই ডকুমেন্টরিটিও দেখানো হবে। কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here