এটা মিরপুর নয় : অ্যাস্টন অ্যাগার

0
50

বাংলা খবর ডেস্ক:
আর কিছুক্ষণ পরই বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যাদের গত আগস্টেই দেশের মাটিতে বাগে পেয়ে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিলেন মাহমুদউল্লাহরা। তবে সেই অজি দল আর বিশ্বকাপের অজি দলের মাঝে আকাশ-পাতাল পার্থক্য। তাছাড়া মিরপুরের মতো হোম কন্ডিশন দুবাইয়ে পাবে না বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার সেটাই মনে করিয়ে দিলেন।

হোম কন্ডিশনে বাংলাদেশের পারফর্মেন্সের প্রশংসা করে অ্যাগার বলেন, ‘ভিন্ন কন্ডিশন। বাংলাদেশের অমন কন্ডিশনে আমাদের অনেকেই হয়তো সেবারই প্রথম খেলেছিল। আমাদের জন্য সেটা ছিল চ্যালেঞ্জিং এবং সত্যি বলতে, ওই কন্ডিশনে বাংলাদেশ দারুণ খেলেছিল। ঘরের মাঠে তাদের অত ভালো পারফরম্যান্সে আমরা একটুও অবাক হইনি। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। আমাদের দলটা এখন অনেকটাই ভিন্ন চেহারার। আর ওখানে যে উইকেটে খেলেছি, এখানকার উইকেটগুলোর আচরণ তেমন নয়।’

মিরপুরের সেই সিরিজ ছিল অজিদের জন্য দুঃস্বপ্নের। ৪-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি নিজেদের সর্বনিম্ম স্কোরের লজ্জাও পেয়েছিল অজিরা। চলতি বিশ্বকাপেও অজিদের অবস্থা সুবিধার নয়। ইংল্যান্ডের কাছে হারায় আজ তাদেরকে বড় ব্যবধানে জিততে হবে। অ্যাগার বলেন, ‘দেখা যাক, এবার কী হয়। মাঠে নেমে আমরা চেষ্টা করব এবং নিজেদের সেরাটা দিব। আমাদের জিততে হবে। ছেলেরা ম্যাচটি খেলার ব্যাপারে রোমাঞ্চিত এবং খুব করে জিততে চায়। ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here