৮ উইকেটে হারলো বাংলাদেশ

0
352
Pakistan's Abid Ali (R) plays a shot during the fifth day of the first Test cricket match between Bangladesh and Pakistan at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on November 30, 2021. (Photo by Munir Uz zaman / AFP)

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
সহজেই টার্গেট অতিক্রম করেছে পাকিস্তানি ব্যাটাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২০২ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়েই করে ফেলেছে বাবর আজমের দল।

তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল ৪৪ রানের লিড। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে জয় দিয়ে শুরুর সম্ভাবনা দেখা দিয়েছিলো। কিন্তু ব্যাটারদের দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় উল্টো বড় পরাজয় দিয়ে শুরু হলো টাইগারদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ।

ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাসের ১১৪ ও মুশফিকুর রহিমের ৯১ রানে ভর করে ৩৩০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। জবাবে আবিদ আলির ১৩৩ রানের পরও ২৮৬ রানের বেশি করতে পারেনি সফররতরা। তাইজুল একাই তুলে নিয়েছেন পাকিস্তানের ৭ উইকেট।

প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসে আসা যাওয়ার লাইন ধরেন ব্যাটাররা। লিটন দাসের ৫৯ রানের সুবাদে ১৫৭ পর্যন্ত যায় দলীয় সংগ্রহ। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০২ রানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here