নিউজিল্যান্ড সফরে যাচ্ছেননা সাকিব

0
56

বাংলা খবর ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্ট শেষ করেই দুই টেস্টের সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

সেই সফরকে সামনে রেখে ১৮ সদস্যের দলে রাখা হয় সাকিব আল হাসানকে।

কিন্তু তিনি নিউজিল্যান্ড সফরে যেতে চান না বলে আনুষ্ঠানিক ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দেন।

তার সেই চিঠি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা যে জিনিসটা বলে আসছি সেটি হলো কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। তাই সাকিবকে ছুটি দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে কোনো সন্দেহ নেই।’

তবে সাকিবের এই হঠাৎ করে ছুটি চাওয়া সমস্যা বলেও জানালেন তিনি। বললেন, ‘এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে, আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’

এই সমস্যার সমাধানের ব্যবস্থার কথাও জানান বিসিবিপ্রধান। বলেন, ‘জানুয়ারি থেকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, পুরো পরিকল্পনা বলে দিতে হবে। কোনো বিশ্রাম লাগলে বা বিরতি লাগলে এটা যেন আমাদের আগে জানানো হয়। তাহলে বিকল্প খেলোয়াড় আমরা তৈরি করে রাখতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here