ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলারের মামলা

0
76

বাংলা খবর ডেস্ক:
মিয়ানমারের গণহত্যার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষে মেটার বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা। সোমবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা মামলাটি দায়ের করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

রোহিঙ্গাদের করা মামলায় ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।

দ্য গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়, মামলাটি করেছে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক রোহিঙ্গা শরণার্থী। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করতে বড় ভূমিকা রেখেছে। এর ক্ষতিপূরণ হিসেবেই রোহিঙ্গারা ১৫ হাজার কোটি ডলার দাবি করছে।

২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক দমন অভিযানের সময় আনুমানিক ১০ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখনকার বিভিন্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামলার অভিযোগে বলা হয়, অর্থনৈতিকভাবে লাভবান হতেই উসকানিমূলক ভিডিও, সহিংসতা, অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখাতে উৎসাহিত করেছে ফেসবুক। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বাড়ে। যা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here