নিউজিল্যান্ডের সিদ্ধান্তে অসন্তুষ্ট বাংলাদেশ

0
60

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সিরিজ ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত গতকাল (১৭ ডিসেম্বর) করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বন্ধ করে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এটা নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, সিরিজ নিয়ে নতুন করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে বিসিবি। সে জন্য বোর্ড সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অসন্তুষ্ট হওয়ার মূল কারণ, বাংলাদেশ দলের সফরসূচি যেভাবে করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না। করোনার অজুহাত দিয়ে ক্রিকেটারদের মাঠে নামতে দিচ্ছে না নিউজিল্যান্ড সরকার।

নিয়ম অনুযায়ী নিউজিল্যান্ডে প্রথম এক সপ্তাহ কঠোর রুম কোয়ারেন্টিন করার কথা ছিল ক্রিকেটারদের। সেই হিসেবে ৭ দিন পর অনুশীলন শুরু করার কথা। কিন্তু এখন হুট করে আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here