ত্রিশ বছর পর বাংলাদেশ বেতারের নাটকে আসাদুজ্জামান নূর

0
54

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
ত্রিশ বছর পর বাংলাদেশ বেতারের নাটকে কাজ করলেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। সম্প্রতি ‘তাহার কথা’ শিরোনামের এই নাটকে অংশ নেন তিনি। যদিও এই অভিনেতা বেতারের তালিকাভুক্ত শিল্পী। একটা সময় নিয়মিত বেতারের ভিন্ন ভিন্ন কার্যক্রমে অংশ নিতেন। কিন্তু একটা সময় মন্ত্রী হওয়ায় রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করতে হয়েছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সময় করে আর বেতারের নাটকে অংশ নিতে পারতেন না। ‘তাহার কথা’ নাটকের নির্মাতা বহুদিনের চেষ্টার পর সফল হলেন আসাদুজ্জামান নূরকে রাজি করতে। এই বিনয়ী শিল্পী নাট্য নির্মাতাকে নিরাশ করেননি।

সাদরে রাজি হলেন। সবচেয়ে মজার বিষয় হলো- নূর যখন নিয়মিত বেতারে নাটক করতেন পারিশ্রমিক পেতেন আশি টাকা। এবার তিনি এই নাটকে পঞ্চাশ ঊর্ধ্ব একজন স্কুল মাস্টারের চরিত্রে রূপদান করেছেন। যিনি একজন সৎ স্কুল মাস্টার। বিদ্যালয়ের গভর্নিং বডি সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করার জন্য তার স্বাক্ষর চায়। কিন্তু তিনি দিতে অস্বীকার জানান। সুঅভিনেত্রী শম্পা রেজা তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এই নাটকে। আর চাঁদনী তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন পরিমল সরকার। পরিচালনায় সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। নাটকটির ব্যাপ্তিকাল এক ঘণ্টা। আগামী ১২ই জানুয়ারি রাত ১১টায় প্রচার হবে নাটকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here