দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

0
324

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। দৈনিক শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ। নতুন শনাক্তের ৭৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৪৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫২২২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৪৪৭ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৪২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ পুরুষ এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৯৪ জন এবং নারী ১০ হাজার ১৫০ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন রয়েছেন।

মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকায় ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪০০৩ জন। যা একদিনে মোট শনাক্তের ৭৬ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৪১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৮৯ জন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ১৪৮ জন শনাক্ত হয়েছেন।

সাত দিনে করোনা শনাক্ত বেড়েছে ২২২ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

ওদিকে সর্বশেষ গত এক সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে নমুনা পরীক্ষার হিসেবে নতুন রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২০ জন। এক সপ্তাহের ব্যবধানে মৃত রোগী ৬১ শতাংশ বেড়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের সব দেশেই করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। সারাবিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনে। আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ১১০ জনে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here