‘যে খেলতেই চায় না তাকে জোর করা ঠিক না’

0
49

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, যেসব ক্রিকেটার খেলতেই চায় না, তাদের জোরাজুরি করে কোনো লাভ নেই।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে চোট থেকে ফেরা দেশসেরা ওপেনার তামিম ইকবাল আঁচ করতে পারেন তার অবর্তমানে বেশ কিছু তরুণ নিজেকে জাতীয় দলে থিতু করে ফেলেছেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের সুযোগ পাওয়া নাও হতে পারে।

বিশ্বকাপে বাদ পড়ার শঙ্কা থেকেই দল ঘোষণার আগে স্বেচ্ছায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দেন তামিম। হঠাৎ এমন সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম জানিয়েছিলেন, ক্যারিয়ার লম্বা করতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতি আগ্রহ হারিয়েছেন তিনি।

রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ওকে (তামিম) বলেছিলাম ফিরে এসো। তুমি আমাদের সেরা ওপেনার, ছাড়বে কেন? অবশ্যই খেলা উচিত।

তখন বিসিবি সভাপতিকে তামিম জানান, আমাকে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। আমি এ সংস্করণ আর খেলতে চাই না।

পাপন বলেন, এরপর আর তামিমকে কিছু বলা উচিত নয়। যে খেলতেই চায় না, তাকে জোর করা ঠিক না।

জাতীয় দলের হয়ে না খেললেও এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলছেন তামিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here