আইপিএলের নিলামে অবিক্রিত সাকিব

0
51

বাংলা খবর ডেস্ক:
দুরন্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। সোনায় মোড়ানো বছর কাটিয়ে জায়গা করে নিয়েছেন ২০২১ সালে আইসিসির একাধিক বর্ষসেরার তালিকায়। চলতি বিপিএলেও অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামের ‘এ’ ক্যাটাগরিতে। তবুও নিলামের প্রথম দিন অবিক্রিত রয়েছেন সাকিব।
আইপিএলের পঞ্চদশ আসরের নিলাম শুরু হয়েছে আজ। দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনে দল পাননি সাকিব। আটটি আইপিএল খেলা এই টাইগার ক্রিকেটার নিলামের প্রথম দিন ছিলেন তৃতীয় সেটে, অলরাউন্ডারদের ক্যাটাগরিতে। তার সেট থেকে ডুয়াইন ব্রাভো, নিতিশ রানা ও জেসন হোল্ডার দল পান।
আইপিএলের এবারের নিলামে রয়েছে সাকিব- মোস্তাফিজসহ বাংলাদেশের মোট ৫ ক্রিকেটারের নাম।

সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এছাড়া বাকি তিন ক্রিকেটারÑ লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম রয়েছেন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
নিলামে আছে আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ১, নামিবিয়ার ৩, নেপালের ১, স্কটল্যান্ডের ২ ও যুক্তরাষ্ট্রের ১ ক্রিকেটারের নাম।

নিলামের আগে প্রতিটি দল ৪ জন করে খেলোয়াড়কে দলে ধরে রাখার সুযোগ পেয়েছে। নিলাম শেষে প্রতিটি দল তাদের স্কোয়াডে রাখতে পারবে ২৫ জন খেলোয়াড়।
২০০৯ সালে প্রথমবারের আইপিএলের নিলামে উঠলেও সেবার দল পাননি সাকিব। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে।
২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন এই দলে। কলকাতার দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল হায়দরাবাদ।
আইপিএলের সর্বশেষ মৌসুমে কলকাতার হয়ে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here