ইউক্রেনের জন্য গান লিখলেন কবীর সুমন

0
62

বাংলা খবর ডেস্ক:
বরাবরই মানবতার প্রশ্নে কলম হাতে তুলে নিয়েছেন আর গিটারে সুর তুলেছেন ওপার বাংলার জীবনমুখী গানের পুরোধা কবীর সুমন। তারই ধারাবাহিকতায় এবার যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য লিখলেন তিনি। বিষয়টি জানিয়েছেন এই সংগীতশিল্পী নিজেই। আর গানটি হিন্দিতে তুলে ধরতে দায়িত্ব দিয়েছেন তার ছেলে অনির্বাণ সাধুকে।

বরেণ্য এই সংগীতশিল্পী বলেন, ‌‌‌‌‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেব, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’

গানের কথাগুলো এমন- ‘কেউ তোলে বন্দুক, কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার, ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল, কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে, আমার শহর/ কেউ বলে হাত তোলো, কেউ ধরে হাত/ দখল করে কি কারো, খুলেছে বরাত/ বরং ফুলের বীজ, মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন, আর একটাও।’

কবীর সুমন জানান, আজ শনিবার সকালেই তিনি গানটি লিখেছেন।

এদিকে, সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণে গানও লিখেছেন কবীর সুমন। শিরোনাম ‘একুশে ফেব্রুয়ারির ডাক’। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ইতোমধ্যে এটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here