টেস্ট জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল মহারাজ

0
275

বাংলা খবর ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে ওয়ানডে সিরিজ জয়ে ইতিহাস গড়ে ডারবান টেস্টেও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।

প্রথম ইনিংসে ২৯৮ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানের জয়ের লক্ষ্যে নেমেই বিপদে পড়ে যায়।

কেশব মহারাজ ও সিমন হারমারের স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন টাইগার ব্যাটসম্যানরা। রোববার চতুর্থ দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ৮ রান স্কোর বোর্ডে যোগ করতেই বাংলাদেশ হারায় সাদমান, মাহমুদুল হাসান ও মুমিনুল হকের উইকেট।

সোমবার শেষ দিনে ব্যাটিংয়ে নেমে দিনের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

১০ ওভারে ৩২ রান খরচায় ৭ উইকেট শিকার করেন কেশব মহারাজ। এই সাত উইকেট শিকারের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে অনন্য নজির গড়েন তিনি।

বাংলাদেশের বিপক্ষে কোনো দক্ষিণ আফ্রিকান স্পিনারের এটি সেরা বোলিং ফিগার। এর আগে ২০০২ সালে মাখায়া এনটিনি ইস্ট লন্ডনে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here