মোস্তাফিজের এক ওভারেই হেরে গিয়েছে দিল্লি

0
60

বাংলা খবর ডেস্ক:
দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর দুই ম্যাচে উইকেট না পেলেও কিপটে বোলিং করেন দ্য ফিজ। এবার খেই হারিয়ে ফেললেন মোস্তাফিজ। বিনা উইকেটে দিলেন ৪৮ রান। যার ২৮ রানই এসেছে কাটার মাস্টারের চতুর্থ ওভার থেকে। মোস্তাফিজের করা সেই বাজে ৬ বলের মাশুলও দিতে হয়েছে দলকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গেছে ১৬ রানে। দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের মতে, মোস্তাফিজের খরুচে ১ ওভারই হারিয়ে দিয়েছে দলকে।

শনিবার দীনেশ কার্তিকের তাণ্ডবে ৫ উইকেটে ১৮৯ রান তোলে ব্যাঙ্গালোর।

জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান করতে সমর্থ্য হয় দিল্লি।

আগে বোলিং করতে নেমে ১৭তম ওভার পর্যন্ত ভালোই খেলছিল দিল্লি। ব্যাঙ্গালোরের রান তখন ১৪২। এমন অবস্থায় তিন ওভারে মাত্র ২০ রান দেয়া মোস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক ঋষভ পন্ত। মোস্তাফিজকে পেয়ে জ্বলে ওঠেন দীনেশ কার্তিক। এই ব্যাটারের ৩৪ বলে ৬৬ রানের টর্নেডো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ব্যাঙ্গালোর। এর আগে ৩৪ বলে ৫৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১ বলে ৩২ রান করেন শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন দিল্লির ডেভিড ওয়ার্নার। অধিনায়ক ঋষভ পন্ত করেন ১৭ বলে ৩৪ রান। এছাড়া কেউই ছুঁতে পারেননি বিশের ঘর।
ম্যাচশেষে ঋষভ পন্ত বলেন, ‘মোস্তাফিজের ওই ওভার ম্যাচ বদলে দিয়েছে। আমার ধারণা, আরেকটু পরিকল্পনা অনুযায়ী বল করতে পারতাম আমরা। কিন্তু শেষ দিকে দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দিয়েছিলেন। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

পন্ত বলেন, ‘ওয়ার্নার ভালো ব্যাটিং করেছে। আমাদের ম্যাচ জেতার সুযোগ করে দিয়েছিল সে। মোস্তাফিজের সেই ওভারটি খেলা বদলে দিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here