নাইমই নিয়েছেন সফরকারীদের দুই উইকেট

0
206

বাংলা খবর ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে নাইমই নিয়েছেন সফরকারীদের দুই উইকেট।

গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ খেলেছিলেন নাইম। সেই সিরিজের দুই ম্যাচেই আঙুলে চিড় নিয়ে খেলেছিলেন তিনি, যে কারণে বোলিংটাও তেমন ভালো হয়নি। তাই বাদ পড়ে যান পরের সিরিজ থেকেই, ফিরতে পারেননি গত ১৪ মাসেও। অবশেষে নিজের চেনা আঙিনায় ফিরেই প্রথম সেশনটা বাংলাদেশের করে দিয়েছেন নাইম।

দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। দুই ওপেনারের বিনিময়ে ৭৩ রান করতে পেরেছে তারা। নাইম একাই নিয়েছেন উইকেট দুইটি। পাশাপাশি শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরাও করেছেন আঁটসাঁট বোলিং।

যে কারণে সাগরিকার ব্যাটিংবান্ধব উইকেটেও প্রথম সেশনে তেমন একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। প্রায় ১৪ মাস পর ফেরা নাইম জোড়া উইকেট নিলেও, পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান এখন পর্যন্ত বল হাতে নেননি। তবে স্লিপে দাঁড়িয়ে পুরো সেশনেই বেশ চনমনে দেখা গেছে তাকে।

রানপ্রসবা ভেন্যুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে একদমই ভাবেননি লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে। আগে ফিল্ডিং পেয়ে প্রথম ঘণ্টায় উইকেটের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ তা পারেননি। বরং দিয়েছেন কিছু আলগা ডেলিভারি।

তবে ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন নাইম। তার ওভারের পঞ্চম বলে কাট করতে বেশিই পেছনে চলে যান ৯ রান করা করুনারাত্নে। যে কারণে বল তার ব্যাটে লাগার আগে আঘাত হানে প্যাডে, জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও কাজ হয়নি লঙ্কান অধিনায়কের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here