ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিজকে অবশ্যই চায় বিসিবি

0
33

বাংলা খবর ডেস্ক:
টেস্টে মোস্তাফিজুর রহমানের অনীহার কথা কারও অজানা নয়। এক বছরের বেশি সময় ধরে লংগার ভার্সনে নেই তিনি। শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দলের প্রয়োজনে খেলবেন মোস্তাফিজুর রহমান। যদিও শেষ পর্যন্ত সিরিজে দেখা যায়নি তাকে। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিজকে অবশ্যই অবশ্যই চায় বিসিবি। বোর্ডের তরফ থেকে বিষয়টি সরাসরি বলা হয়েছে তাকে। আজ উইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করবে বিসিবি। এরপরই স্পষ্ট হয়ে যাবে মোস্তাফিজ খেলবেন কি খেলবেন না।
আইপিএল খেলার কারণে এখন ভারতে অবস্থান করছেন কাটার মাস্টার মোস্তাফিজ। গতকাল বিসিবির ক্রিকেট পরিচলানা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, উইন্ডিজ সফরের কথা বলার পর প্রথমে ‘না’ বলেছিলেন মোস্তাফিজ। তবে ইনজুরির কারণে দলে এখন পেসার সংকট চলছে

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি কন্ডিশনে ফিজের মতো বোলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করছে বিসিবি।
জালাল ইউনুস বলেন, ‘আমরা চাইছি সে ওস্টে ইন্ডিজে টেস্ট খেলুক। আমরা তাকে জানিয়েছি, আমরা তোমাকে চাই। দেখা যাক কি বলে। কালকের (আজ) মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। কালকে (আজ) দল ঘোষণা হলে আপনারা বুঝতে পারবেন। আমরা বলেছি তাকে খেলতে। মোস্তাফিজ চাইছিল না খেলতে। আমরা বলেছি খেলতে হবে। কারণ আমাদের সামনের সারির দু’জন বোলার নাই। খুব গুরুত্বপূর্ণ দু’জন নাই। আমরা মনে করি মোস্তাফিজের সার্ভিস এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে জানিয়েছি। সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। তাও দল দিলে আপনারা বুঝতে পারবেন।’

মোস্তাফিজ কেন টেস্ট খেলার পক্ষপাতী নন? জালাল ইউনুস বলেন, ‘তার লজিক হচ্ছে সে দু’মাস ধরে ওখানে আছে। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। বলেছে আমার লম্বা একটা সময় চলে যাচ্ছে। মানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি বলতে পারে সে ফিট না। আমরা বলেছি, তুমি আসো, দেখা যাবে কি করা যায়। মনে হচ্ছে যে ও খেলতেও পারে। আজ হয়তো ওর নির্বাচকদের সঙ্গে কথা হবে। হয়তো এটা আপনারা কালকের মধ্যে জেনে যাবেন। আমরা যখন তিনটি ফরম্যাট নিয়ে জানতে চেয়েছিলাম, সে বলেছে বায়োবাবল না থাকলে খেলবে। সে বলেছে আমি লম্বা একটা সিজন বাইরে আছি। তাই হয়তো একটু সময় লাগবে। মোস্তাফিজ যে খুব ক্লান্ত এমনও নয়। সে জায়গায় তার একটা বিশ্রাম তো আছেই।’

ইনজুরি প্রবণ মোস্তাফিজকে টেস্টে হিসাব করে খেলাতে চায় বিসিবি। তাছাড়া মোস্তাফিজ থাকলে অন্য পেসাররাও মাঝে মাঝে বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন। যেহেতু হাতে অপশন কম, তাই ঘুরিয়ে ফিরিয়ে পেসারদের খেলানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘শুধু মোস্তাফিজ নয় অন্য পেস বোলার যারা আছে, তারা বেশ ইনজুরি প্রবণ। আমরা এই জায়গায় একটু রোটেড করে খেলাতে চাই। লং রানে গিয়ে সব টেস্টেই খেলতে হবে তাকে এটা আমরা বলছি না। আমরা তাকে রোটেড করে খেলাবো।’

ওয়ানডে আর টেস্টে মোস্তাফিজের রেকর্ড যতটা ভালো, তার ধারে কাছেও নেই টেস্টে। ২০১৫তে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক মোস্তাফিজের। ৭ বছরে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন এ পেসার। ৩৬.৭৩ গড়ে ফিজের শিকার ৩০ উইকেট। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন দু’বার। গত বছরের শুরুতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সাদা পোশাকে খেলতে নামেন মোস্তাফিজ। দুই ইনিংস মিলিয়ে নেন ২ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here