শিরোপা জিতেই রিয়ালকে বিদায় জানালেন মার্সেলো

0
203

বাংলা খবর ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর ম্যাচ শেষে দলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো জানিয়ে দিয়েছেন, রিয়ালের হয়ে এটাই তার শেষ ম্যাচ।

যদিও এই গ্রীষ্মেই যে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রিয়াল ছাড়বেন, তা মোটামুটি নিশ্চিতই ছিল। এই গ্রীষ্ম পর্যন্তই রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ।

গ্যালাকটিকোদের হয়ে সর্বোচ্চ ২৫তম শিরোপা জেতার রেকর্ড হলো মার্সেলোর নামের পাশে। যেখানে এই তারকা ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন। এরপর লা লিগা জিতেছেন পাঁচবার। চ্যাম্পিয়নস লিগ পাঁচবার প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেয়েছেন ২০১৪ সালে। চারটি ক্লাব বিশ্বকাপও জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

সাংবাদিকদের মার্সেলো বলেন, ‘অনুভূতিটা খুব নিষ্ঠুর, রিয়াল মাদ্রিদের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। কিন্তু আমি খুব খুশি। আজ মন খারাপের দিন নয়, আমি অনেক আনন্দ নিয়ে যাচ্ছি। বার্নাব্যুতে যে জাদুকরি রাতগুলো পেয়েছি, এর জন্য সমর্থকদের ধন্যবাদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here