কিভাবে রুটের ব্যাট একাই দাঁড়িয়ে থাকলো?

0
168

বাংলা খবর ডেস্ক:
লর্ডস টেস্টে চাপের মুখে থেকে জো রুট করলেন দারুণ এক সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। এই টেস্টেই আবার নিজের ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা।

তবে এই টেস্ট শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ঘুরছে। যেখানে দেখা যায় দ্বিতীয় ইনিংসে রুট যখন ৮৭ রানে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে, তখন তার ব্যাট হাতের বা কোনো স্পর্শ ছাড়াই মাটিতে দাঁড়িয়ে আছে!

স্ট্রইকে থাকা বেন ফকসকে বল করছিলেন কিউই পেসার কাইল জেমিসন। এমন মুহূর্তে ব্যাটটা উইকেটে দাঁড় করিয়ে হাত সরিয়ে নেন রুট। তবে ব্যাটটি মাটিতে পড়ে না গিয়ে অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে ছিল! জেমিসন দৌড় শেষ করে বল করার আগমুহূর্তে ব্যাটটা হাত দিয়ে তুলে নেন রুট।

তবে বলা হচ্ছে রুটের ব্যাটটি ছিল ‘নিউ ব্যালান্স’ব্যাট। এই ব্যাটের তলা সমান হওয়ার কারণে তা একাই দাঁড়িয়ে থাকতে সক্ষম।

এনিয়ে অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্টান্ডার্ডের সংবাদকর্মী উইল ম্যাকফারসন টুইটারে জানিয়েছেন, ‘রুটের ব্যাটের তলা সমান। তলা একটু বাঁকানো ব্যাটগুলোর মতো নয়।’

এক ফেসবুক ব্যাবহারকারী ভক্ত ভিডিওটি দেখে লিখেছেন, রুটের ব্যাটে তলায় রুট (শিকড়) গজিয়েছে। টুইটারে কেউ লিখেছেন, জাদুকর রুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here