আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন জনি বেয়ারস্টো

0
63

বাংলা খবর ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডকে জয় উপহার দিতে রীতিমতো তাণ্ডব চালান জনি বেয়ারস্টো।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ বলেই ৯টি চার আর ৫টি ছক্কায় শতরান পূর্ণ করেন জনি। সাজঘরে ফেরার আগে ৯২ বলে ১৪টি চার আর ৭টি ছক্কায় ১৩৬ রান করেন ইংলিশ এই তারকা ব্যাটসম্যান।

টেস্টের আদি ফরম্যাটে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটন ওভালে ৭৮ বলে সেঞ্চুরি করেন শহিদ আফ্রিদি। এর ঠিক এক বছর পর ভারতের বিপক্ষে লাহোর টেস্টে সেই ৭৮ বলেই ফের সেঞ্চুরি করেন আফ্রিদি।

তবে টেস্টে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের বর্তমান প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here