না খেলেই ৩ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

0
72

বাংলা খবর ডেস্ক:
স্থগিত হওয়া ম্যাচ নিয়ে নাটকীয়তার শেষ নেই যেন। প্রথমে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর ফিফা যখন বললো খেলতেই হবে, তখন ভেন্যু প্রস্তুতিতে নামলো ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কিন্তু এখন আবার না খেলেই ৩ পয়েন্ট চাইছে ব্রাজিল-আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা আনভিসার হস্তক্ষেপে ম্যাচটি স্থগিত হয়ে যায়। ফিফার নির্দেশ দিয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাজিলের মাটিতেই ম্যাচটা আবার আয়োজন করতে হবে। ২৩ ও ২৭শে সেপ্টেম্বর ফিফার দুটি উইন্ডো খালি আছে। ফিফা নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করে দেয়নি। তবে স্বাগতিক ব্রাজিল ২৩শে সেপ্টেম্বর ম্যাচটি খেলার পক্ষে ছিল।

ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে কুইমিকা অ্যারেনার কথা উল্লেখ করা হয়েছে। যদিও বাছাই পর্বে এই ম্যাচের কোনো প্রভাব নেই। ইতিমধ্যেই মূল পর্বের টিকিট কেটেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু লাতিন অঞ্চলের বাছাই পর্বে পূর্ণতা দেয়ার জন্য ম্যাচটা আয়োজনে জোর দিচ্ছে ফিফা। এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেজ বলেন, ‘ওই ম্যাচের জন্য ব্রাজিলের ৩ পয়েন্ট ছাড়া আর কোনো ফল সিবিএফ মানতে রাজি নয়।’ অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও (এএফএ) ৩ পয়েন্টের দাবি ছাড়তে নারাজ। ফিফার কাছে আপিল করেছে তারা। এএফএ’র যুক্তি, ব্রাজিলের কর্মকর্তারাই মাঠে প্রবেশ করে ম্যাচ স্থগিত করেছে। এজন্য আর্জেন্টিনার পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here