শ্রীলঙ্কাতেই হচ্ছে এশিয়া কাপ!

0
57

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে দেখা দিয়েছে অশ্চিয়তা। যদিও অস্ট্রেলিয়াকে তিন ফরম্যাটের ক্রিকেটে আতিথেয়তা দিয়ে শ্রীলঙ্কা বুঝিয়ে দিয়েছে তারা প্রস্তুত।

শ্রীলঙ্কায় অস্থিরতার কারণে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের গুঞ্জন শোনা যাচ্ছিল।

তবে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘মূলত এসিসি থেকেই এশিয়া কাপের সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যা জানি, শ্রীলঙ্কাই আয়োজন করতে যাচ্ছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ হয়তো কাটিয়ে উঠেছে তারা। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে। ’
বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত-পাকিস্তানের মত বড় দলগুলোও যাবে শ্রীলঙ্কায়। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি, বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here