মেসি-নেইমারদের ওপর কড়া শর্ত পিএসজি কোচের

0
190

বাংলা খবর ডেস্ক:
খাবার টেবিলে মোবাইল ব্যবহার বন্ধ; মেসি-নেইমারদের ওপর কড়া শর্ত পিএসজি কোচের

ফুটবলারদের ঐক্যবদ্ধ করতে ক্লাবে নতুন নিয়ম করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। মাউরোসিয়ো পচেত্তিনোর জায়গায় পিএসজির কোচের দায়িত্ব নিয়ে নিজের মতো করে ক্লাবকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফরাসি এই কোচ। যে কারণে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের ওপর আরোপ করেছেন বেশ কয়েকটি নতুন নিয়ম।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে তিনটি নতুন নিয়মের কথা।

এর মধ্যে অন্যতম একটি হচ্ছে, অনুশীলনে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে কোনো কারণ ছাড়াই দেরি করে তাকে বাসায় ফেরত পাঠানো হবে। সেদিন আর তার অনুশীলন করা হবে না।
দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, সকাল এবং দুপুরের খাবারের সময় কোনো ফুটবলার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পিএসজি কোচ গালতিয়েরের আশা, এতে দলের মধ্যে আরো একতা বৃদ্ধি হবে। শেষ নিয়মে বলা হয়েছে, ক্লাবে এসে সবাইকে একসঙ্গে খাবার খেতে হবে। গালতিয়েরের নতুন এই নিয়ম এখন পর্যন্ত মেসি-নেইমাররা ইতিবাচক হিসেবে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here