বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

0
107

বাংলা খবর ডেস্ক:
বৈশ্বিক মন্দা আসছে, বিনিয়োগকারীদের এমন উদ্বেগে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। গতকাল যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল হয় ৮৬.৭৭ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল হয় ৯২.৫০ ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ঘন ঘন নীতি সুদহার বাড়ানোয় বিশ্ব অর্থনীতি আরো দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তেলের চাহিদা কমবে। এর পাশাপাশি ডলার শক্তিশালী হওয়ায় তেলের বাজারে প্রভাব পড়ছে।

নোমুরা সিকিউরিটিজের সিনিয়র অর্থনীতিবিদ তাসুফুমি ওকোশি বলেন, ‘বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে, এমন আতঙ্ক বেড়ে যাওয়ায় তেলের দাম কমছে। এ ছাড়া ডলার শক্তিশালী হওয়ায়ও উৎপাদকরা তেলের বিক্রি বাড়াচ্ছেন। কারণ ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রায় তেলের দাম আরো বাড়বে। ’

গতকাল ডলারের দাম বেড়ে পাঁচ সপ্তাহে সর্বোচ্চ হয়েছে। এ বছর চার দফায় নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সংস্থার নীতিনির্ধারকরা সেপ্টেম্বরের বৈঠকে আবারও সুদহার বাড়ানোর কথা জানাচ্ছেন। এতে আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here