দেশে করোনা শনাক্তের হার আবার বাড়ছে

0
61

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৩১ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। ফলে ক্রমেই দেশে করোনা শনাক্তের হার বেড়ে চলেছে।

এতে আরো বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু হয় এবং ৩৮৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here