সেমিফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

0
64

বাংলা খবর ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের হতাশার স্মৃতি এখনও টাটকা। রাউন্ড রবিন লীগে ভারতকে হারানোর পর তাদের কাছে ফাইনালে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিতে চলতি সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক ইমরান খান। কিন্তু ফাইনাল নয়, সেমিফাইনালেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়নের দিন জানা যায়নি প্রতিপক্ষের নাম। প্রতিপক্ষের নাম জানতে বাংলাদেশ দল অপেক্ষায় ছিল ‘বি’ গ্রুপে গতকাল ভারত ও নেপালের মধ্যকার ম্যাচের দিকে। যেখানে নেপালের কাছে ৩-১ গোলে হেরে গেছে ভারত। নেপাল জিতে যাওয়ায় শেষ চারে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলো বাংলাদেশ। আগামী ১২ই সেপ্টেম্বর বিকাল ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত।

আরেক সেমিতে নেপালের প্রতিপক্ষ হবে মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল। এবারের সাফের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে আসর শুরু করে বাংলাদেশের কিশোররা। এরপর দ্বিতীয় ম্যাচে মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা সেমিফাইনাল নিশ্চিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here