শীর্ষস্থান হারালেন সাকিব

0
47

বাংলা খবর ডেস্ক:
এশিয়া কাপের পর মোহাম্মদ নবীকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে দুই সপ্তাহ পরই শীর্ষস্থান হারালেন সাকিব। তাঁকে টপকে ফের শীর্ষে উঠেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

নবী ও সাকিবের মধ্যে ব্যবধান মাত্র ৩ রেটিং পয়েন্টের।

২৪৬ পয়েন্ট নবীর, আর সাকিবের ২৪৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে সেরা চারে ঢুকেছেন ভারতের হার্দিক পান্ডিয়া। যেখানে তার সঙ্গে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষে দারুণ ফর্মে তিনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচে ৮৮*, ৮ ও ৮৮ রান করেছেন। উন্নতি হয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করে ব্যাটিং তালিকায় এক ধাপ এগিয়ে তিন নম্বরে বাবর।

এদিকে ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here