ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ

0
56

বাংলা খবর ডেস্ক:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। আজ ক্রাইস্টচার্চে বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে স্বাগতিক নিউজিল্যান্ড পৌঁছে যায় ১৩ বল ৮ উইকেট হাতে রেখে।

রান তাড়া করতে নেমে দলীয় ২৪ রানে ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। ১৮ বলে ১৬ রান করে শরিফুল ইসলামের শিকার হন তিনি।

এরপর দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩০ রান করা কিউই অধিনায়ককে ফেরান হাসান মাহমুদ। তবে কনওয়েয়েকে থামানো যায়নি।

৫১ বলে ৭০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কনওয়ে। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা। ১৮তম ওভারে ছয় মেরে জয় নিশ্চিত করেন ৯ বলে ২৩ রান করা গ্লেন ফিলিপস। শরিফুল-হাসান মাহমুদ উইকেট পেলেও উইকেটশূন্য ছিলেন সাকিব। ৩ ওভারে ২৩ রান দিয়েছেন তিনি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার নাজমুল হাসান শান্ত। শেষ দিকে ১২ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। আফিফের ব্যাট থেকে আসে ২৪। দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসানের অবদান ১৬।

৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া মাইকেল ব্রেসওয়েল হয়েছেন ম্যাচসেরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষেই, বুধবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here